মন কি সবসময় ভালো রয়
মন কখনো খারাপও হয়।
তাইতো মনের অনেক নাম
অবুঝ উদাস পাগল মন,
আবার মন খারাপের আরেক নাম
নিরবে বসে কাঁদায় প্রাণ।
উদাস প্রিয় শান্ত মন
হারায় কখনো সবটুকু রঙ,
তাইতো মনের আরেক নাম
রঙ বদলানোর রঙিন মন।
মন কি সবসময় খারাপ রয়
মন কখনো ভালো ও হয়।
রচনা
১ বৈশাখ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা