আমি তোমার চোখে চেয়েছি
চোখ জুড়াবো বলে,
ফিরে তাকাও ওগো প্রিয়
মোর চোখের পানে!
আমি চোখ জুড়াবো যে,
আমি চোখ জুড়াবো যে,
আমি চোখ জুড়াবো যে;
আমি আকাশকে দেখেছি
দেখেছি তার শঙ্খচিল,
আমি পাহারকে দেখেছি
দেখেছি তার ঝরনা ধারা,
আমি অরন্য দেখেছি
দেখেছি তার সবুজ;
আমি পাইনি কোথাও
ওই দুটি আখিঁ,
যাহার পানে তাকালে
চোখ জুড়ায় রে,
মোর চোখ জ্বলেরে!
ফিরে তাকাও ওগো প্রিয়
মোর চোখের পানে;
আমি চোখ জুড়াবো যে,
আমি চোখ জুড়াবো যে,
আমি চোখ জুড়াবো যে!
৫ অগ্রহায়ণ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা