পৃথিবীটা যখন আঁধার কালো,
চাঁদ এসে তাতে ছড়িয়ে দেয়
জোছনার আলো!
বন্ধু যখন অনেক কষ্টে
হারিয়ে ফেলে সুখের দেখা,
চাঁদের মত আলো নিয়ে
বন্ধু আসে পথ দেখাতে।
তাইতো বন্ধু বন্ধুকেই-
কষ্টের কথা বোলে
হারিয়ে যায় সুখের দেশে!
৫ বৈশাখ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা