চাঁদের সন্ধ্যা আমার কাছে
বড্ড ভালো লাগে,
ছোট্ট বেলার চাঁদের সন্ধ্যায়
লুকোচুরি খেলা,
আমার আজও মনে পরে!!
সেদিন ছিল বৃহস্পতিবার
কাল স্কুল বন্ধ,
হঠাৎ করে বিদ্যুৎ ও গেল
বেশ খেলা জমলো,
বন্ধু বান্ধব সবাই মিলে
খেলছি লুকোচুরি।
সবই আজ স্মৃতি চিহ্ন!!
হারিয়ে গেছে ছোট্ট বেলা
হারিয়ে গেছে সেই
লুকোচুরি খেলা!
স্মৃতি হয়ে আজও আছে
চাঁদের সন্ধ্যাবেলা।
২ মাঘ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা