তুই যে আমার পরান পাখি
তুই যে আশার আলো,
তুই ছাড়া যে এই হৃদয়টা
শুধুই আঁধার কালো।

তোরে ছাড়া বন্ধু আমি
কেমন করে থাকি,
তুই ছাড়া যে জীবন আমার
একেবারেই ফাঁকি!

টোল পরানো হাসিতে তোরে
কি যে মধুর লাগে,
মায়া ভরা ঐ দুটি চোখ
যেন জাদু জানে।

তুই বিহনে বন্ধু আমার
অন্তর কেঁদে মরে!

তুই যে আমার পরান পাখি
তুই যে আশার আলো,
তুই ছাড়া যে এই হৃদয়টা
শুধুই আঁধার কালো।

তোরে ছাড়া বন্ধু আমি
কেমন করে থাকি,
তুই ছাড়া যে জীবন আমার
একেবারেই ফাঁকি!

ডানা মেলে পাখি যেমন
ঐ আকাশে উরে,
তোরে ভালবাসার তরে
মন পাখি ঘর ছাড়ে।

তুই বিহনে বন্ধু আমার
অন্তর কেঁদে মরে!

তুই যে আমার পরান পাখি
তুই যে আশার আলো,
তুই ছাড়া যে এই হৃদয়টা
শুধুই আঁধার কালো।

তোরে ছাড়া বন্ধু আমি
কেমন করে থাকি,
তুই ছাড়া যে জীবন আমার
একেবারেই ফাঁকি!!