ভালবাসা ভালবাসা ভালবাসা
গুরুজনেরা বলে,
ভালবাসাই নাকি সেরা।
ভালবাসার আবির্ভাব
সেই অনেক আগে!
তাইতো যুগে যুগে কত মানুষ
খুঁজেছে তার মানে টাকে।
আইয়ুব নবীর রহিমা বেগম
তাকে আজও ভুলেনি মানুষ,
চন্ডিদাসের বারো বৎসর
প্রেম দরিয়ায় বড়শি বাওয়া,
লাইলি মজনু শিরি ফরহাদের সেই
প্রেম যমুনায় ডুবেই যাওয়া,
সে তো ভালোবাসারি দৃষ্টান্ত,
তবে কি ভালবাসাই সত্য?
ভালবাসা ভালবাসা ভালবাসা
গুরুজনেরা বলে,
ভালবাসাই নাকি সেরা।
রবীন্দ্রনাথ,কাজী নজরুল
ভালবাসার সংজ্ঞা দিয়েছে অনেক,
পরিশেষে লেখক হুমায়ূন
বলেছে ভালবাসারি কথা!
তবে কি ভালবাসাই সেরা?
ভালবাসা ভালবাসা ভালবাসা
গুরুজনেরা বলে,
ভালবাসাই নাকি সেরা,
ভালবাসা ভালবাসা ভালবাসা
ভালবাসাই তো সেরা!!
১ ফাল্গুন ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা