চরম সভ্যতার এই যুগে
কেন এই অসভ্যতা?
হাজার হাজার মানবতাবাদী
সংগঠন থাকতে,
কেন এই নিস্তব্ধতা?
হে পৃথিবীর মানুষ
ফিরে তাকাও,
ফিরে তাকাওনা একবার
মায়ানমারের পানে!
যেথায় ধুঁকে ধুঁকে মরছে
তোমার নামে নাম,
মানুষেরা সবে।
যদি মানুষ হও,
তবে ফিরে তাকাও
সকলেই মিলে
হাতে রাখ হাত বন্ধ কর,
বন্ধ কর সুচির অমানবিক
নিষ্ঠুর এই অত্যাচার,
আর ফিরিয়ে নাও
তার মাথা থেকে,
সম্মানিত নোবেল তাজ।
রচনাঃ ১৫ অগ্রহায়ণ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা