খুব জানতে ইচ্ছে করে
আমি যেমন ভাবছি তোমায় তুমিও কি ভাবছো
গভীর রাতে জেগে থেকে তুমিও কী অপ্রিয় ছবি আঁকছ,
ওই আকাশের তারার মাঝে-
আমি যেমন খুঁজি তোমায় তুমিও কি খোঁজো,
শেষ বিকেলের সূর্যের মতো তুমিও কি নীরব কান্না করো?

মনে আছে শ্রাবণের সেই বৃষ্টির সকাল
তুমি আমি এক রিক্সায়
ভেজা পিচ ঢালাই রাস্তায় গাছের ঝরা পাতা
আর আকাশ থেকে ঝরে পড়া বিধাতার লেখা কবিতা
হুডতোলা ভ্রাম্যমাণ ঘরে বসে যার আবৃত্তি শুনছিলাম আমরা।
আমি না আজও সেই রাস্তাতেই আছি!
তুমিও কি মাঝে সাজে ওই রাস্তায় আসো ?

খুব জানতে ইচ্ছে করে
তুমিও কি আমায় আজও ভালোবাসো?

_মনির