স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা,
স্বাধীনতা তো আজ কিনেই নিয়েছে
রাজনৈতিক সব দলেরা;
দেশটা যারা স্বাধীন করেছে,
তারা তো আজ কেউই না, সবই নাকি ওরা;
ওদের কাছে স্বাধীনতা মানে, শুধুই ক্ষমতা!
স্বাধীনতা তো কারো বাবার
কড়ি দিয়ে কেনা নয়, রক্ত দিয়ে গড়া!
অগণিত বীরাঙ্গনার ইজ্জতের বিনিময়ে
স্বাধীনতা খুজে পাওয়া;
ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে আঁকা
লাল সবুজের এই পতাকা!