বাংলাদেশে জন্ম আমার
বাংলাদেশের জন্য,
বাংলাদেশে জন্ম নিয়ে
হলাম আমি ধন্য।
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার মা!
মায়ের কাছে চাওয়া যেমন
অনেক কিছু পাওয়া,
তাইতো মায়ের আমার কাছে
অনেক কিছুর আশা।
বাংলা আমায় সব দিয়েছে
দিবে আরো কত,
যদি হতে পারি আমি
মায়ের মনের মত!