বাংলিশ শব্দটি মূলত বাংলা ভাষা থেকে এসেছে
বাংলা শব্দের সাথে ইংরেজি যোগ করে যেই বাক্য ধ্বনিত হয়-
তাকেই বলে বাংলিশ!
বাংলিশ ভাষার উৎপত্তি অনেক আগেই
তবে সচরাচর এই ভাষা ব্যবহৃত হতো না,
বর্তমান তরুণ সমাজের মধ্যেই এই ভাষা বেশিই প্রচলিত!!
বৃদ্ধরাও থেমে নেই, তাদের মধ্যেও আছে এই ভাষার প্রচলন,
বাংলাদেশের সভা-সমাবেশে, টিভি পর্দায় আলোচনা অনুষ্ঠানে-
এমনকি ভাষা দিবসেও, যার প্রচুর সমাগম!!
পিছিয়ে নেই কবি, সাহিত্যিক, এমন কি ভাষাবিদরাও!
বাংলা সাহিত্যের অনুষ্ঠানে,
সাহিত্যের কথাই বলে তাও এই বাংলিশেই!!
বাংলা একটি ভাষার নাম!
যে ভাষার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান!!
বাংলা ভাষার উৎপত্তি অনেক আগেই
তবে যুগে যুগে এই ভাষার উপর হস্তক্ষেপ করেছিল
অনেক কুলাঙ্গারেরাই; পারেনি, তারা হেরেছে!!
১৯৫২ একটি সফল ইতিহাসের নাম!
বাংলা মায়ের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল সেদিন
বাংলার বাক স্বাধীনতা!
রফিক, জব্বার, সালাম, বরকতদের তাজা রক্তের বিনিময়ে-
ছিনিয়ে আনা এই বাংলা ভাষা! বাংলা মায়ের সম্মান;
বাঙালির অহংকার!!