তুমি মস্তিষ্কে বাসা বেঁধে
অস্তিত্ব চুরি করে,
বিকৃত মানব করেছ আমায়!
অথচ; তোমার আর আমার
মাঝে আরশ আর নরকের
মতোই পার্থক্য।
তুমি মানবী! অতি মানবী
আর আমি নৃশংস হত্যাকান্ডে
নিহত একটা খন্ডিত লাশ।
দুজনের প্রার্থনায় তবু দুদেহে
একজনের বাস।
তুমি আর আমি মিলে মহা ইতিহাস।
তুমি পূর্ণিমা রাতে শতাব্দীর সহস্রাধিক আলোকবর্তিকা।
চেয়ে রও তবু আমি মৃত্তিকার
দিকে। হে আমার চাঁদ!
আমিও চেয়ে রই; ভাবনারা
বলে দুজনার মাঝে প্রদত্ত বাঁধ।
বলো হে বন্ধু কিসের বিবাদ?
মম প্রতিধ্বনি শুনি, সহস্রাধিক
বাঁধা গুনি। তুমি আর আমি মিলে
শেষ না হওয়া ইতিহাস।
তুমি মোর হৃদে আর মস্তিষ্কে
গড়েছ বাস। তুমি ও আমি
না বলা এক দীর্ঘ ইতিহাস।