বিপ্লবী সাধনায় বিজয় আমি,
স্বার্থক এ জীবন,
নিত্য আমার সত্য বিচার,
মানি না পর কি আপন,
বিপুল বিজয়ে করি বিপ্লবী
সাধন।
আমি উদ্বিগ্ন এদিক ছেড়ে ওদিকে ফিরি,
আমি বিপ্লবী বীর-সত্যের খোজ করি।
দেয়নি কভূ প্রশ্রয় মিথ্যা বাশির সুর,
বাজছে আজ বিজয়ের বাজনা
নয় যে বহুদুর।
আমি উদ্বিগ্ন ধ্যানের দেশে যাব,
আমি বিপ্লবী বীর,হয়েছি অস্থির,
সত্য কোথায় পাব..?
আমি সত্যের পথিক,করি সত্যের সন্ধান,
চির বিপ্লবী সৈনিক উদ্বিগ্ন প্রাণ।
কোটি মুখের শ্লোগান আমি,
অন্যায়ের চির প্রতিবাদ,
উদ্বিগ্ন তাই আমি,
মিথ্যার অভিশাপ।
আমি--
সুখ সত্যের মিথ্যার
পরিতাপ।
২৭/১১/২০১৮