কিছু স্বপ্ন,আর সেই স্বপ্ন গুলো যখন বাস্তবে রুপ নিতে ব্যস্ত হলো,আমি মনে করলাম এ আমার কল্পনা। জীবনে বহু ইচ্ছা ছিলো,কখনো ভেবেছি নীলাকাশ হবো,আবার কখনো ভেবেছি মহা সমুদ্র হবো। ব্যস্ত জীবনের কোলাহল পূর্ণ জীবনে এক তরুণী কবিতা নামের সুন্দরী কে সাথী করে নিয়ে ছিলাম, তখন কবিতা ছিলো আমার জীবনের এক বিশেষ কোন কারণ।কবিতা ছিলো আমার আবেগের নাম। কবিতা ছিলো আমার স্বপ্ন। কবিতা ছিলো আমার হৃদয় জুড়ে।
কবিতা ছিলো আমার শরীর,অঙ্গ প্রতঙ্গ আমার এই অন্তরে। এখনো কবিতা কে খুব স্মরণ করি, খুব ভালোবাসি। এখন জনমানুষের ভীড়ে খুঁজে পাই না কবিতা নাম টিরে। মনের এক কোনে বয়ে যায় মহা সমুদ্রের কল্লোল, সেখানে ও কবিতা কে খুঁজি। এই মহা সমুদ্রের নোনা জলে নাবিক হয়ে কবিতা কে হারানো বেদনা বুঝি।
তবে শুনেছি কবিতা এখন থাকে না কি গ্রামের শেষে অবহেলিত সেই যুবকের ভাঙ্গা ঘরে।
কবিতা এখন থাকে মহা সুখি রাণী বেশে কবি নামের স্বপ্নময় ছেলের অন্তরে।
ভালো থাকুক সকল কবিতা বিরহ কবির পরিত্যক্ত সৌভাগ্যের ডায়েরিতে,ভালো থাকুক আমার কবিতা।
রচনা : ২২/৮/১৯ইং
নিজ বাসভবনে।