চির সৌন্দর্যের ছন্দময়
মধুর ভাষার কাব্য তুমি,
উত্তাল ঢেউয়ের সাথে
যৌবনের নদীতে ভেসে আছো।
তবে আমার কবিতার ছন্দে
আজও তুমি বাঁধা পড়নি,
তুমি নতুন এক প্রজাতির
পাখির রূপ ধরে কোন
এক অজানায় হারিয়ে যাও,
আমার পলক পড়ার
আগে হারিয়ে যাও।
তুমি ওই নদীর ধারে
হয়তবা এসে বসে থাকো,
কিন্তু তখন আর আমি
তোমার পাশে থাকি না।
তুমি আজও কারো নয়ন
দ্বারা হৃদয়ের জালে বন্দি হওনি,
কখনো মনের জেলখানায় বন্দি হওনি।
হয়তোবা আমি ছাড়া
আর কারো কাব্যভাষা হওনি,
তাই তোমার নাম দিলাম
অপঠিত কাব্যভাষা।