স্নেহা! তুমি জেনে যাবে,
একদিন এই পথের পথিক হয়ে হেঁটে যাবো দুজন দুর অজানায়।
যদি ভালোবাসা তব সত্য হয়।
যদি তোমার ছলনার অবকাশ মিশে যায়
একটি জীবন নাশের তরে
দুজন দুদিকে চলে যাবো
দুর অজানায় পৃথিবীর সবথেকে বহুদূরে।
যদি ওই চোখ তোমার সত্য ভাষা কে মিথ্যা
রুপে আবির্ভূত করে,
যদি মিথ্যা দিয়েই শুরু করো
অভিনয়,কসম সময়ের!
ঘৃণা ছাড়া তোমাকে আর কিছু দেওয়ার যে নাই।
যদি খানিকটা পিছিয়ে আবার ফিরে এসে
নিষিদ্ধ পৃথিবীর দীর্ঘতম নীলাকাশ ডাকে।
যদি তোমার দু'চোখ নিষ্পাপ ভালোবাসা আবার খোঁজে
তবুও কি ফিরে যাওয়া হবে প্রমোসংযোগে?
স্নেহাশিস,ভালো থেকো।
জেনে রেখো দুদিনের ভালোবাসাও ছিল আকাশ সমান
কবিতায় সুদীপ্ত সুবর্ণারা ও কি ছলনার গান?
আজ নয় কিন্তু বেশিক্ষণ না।
তুমি জেনে যাবে
বহুদিন আগে একদন্ড সুখ বিশ্রাম দিয়েছ
তাঁর পর দু'জন দুদিকে।
খুঁজে নিও বহুজনা কে।
সমাপ্ত
২৮/০৮/২০২২ইং