এই উদাস দুপুর বেলা
বিকাল নামার আগে
শতবর্ষ শেষে যেন আবার
পঁচিশ বছর আসে।
দুঃখ ভুলতে সুখী হওয়ার
মন্ত্র পড়িস বোকা,
জগৎব্যাপী সবাই আছে,
নয় যে তুই একা।
অজুত নিজুত কোটি বছর
স্মৃতি থাকুক বেঁচে
আবার যেন নতুন করে
পঁচিশ বছর আসে।
আজকে যারা তরুণ যুবক
যোদ্ধা বীরের দল,
বেঁচে থাকুক সাহস সবার
বেঁচে থাকুক বল।
এই উদাস দুপুর বেলা
চিলের ডানায় আঁকা রবে
সূর্যময় এক ভোর,
জেগে থাকিস মরণ কালেও
যেন পঁচিশ বছর তোর।