তুমি কখনো বলনি আমাকে,
আমি তোমায় ভালোবাসি,
কিন্তু তোমার দুটি চোখ,
প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ কিংবা গোলাপী বাকা ঠোঁটের হাসি-বার বার করেছে চিৎকার বলেছে
তোমায় ভালোবাসি।
তোমার কন্ঠে কখনো মধু ছিলো না,
ছিলো বিষ,কিন্তু তোমার অন্তরে ছিলো মধু,
আবেগ ভালোবাসা-
তোমার হৃদয় জুড়ে ছিলো আশা।
বর্ষার ছন্দ ঝরা জলে যখন তুমি ভিজতে
আর আমাকে ডাকতে ইশারায়-
আমি অবাক চোখে তোমার দিকে তাকিয়ে
কোন এক কল্পনার দেশে চলে যেতাম।
তোমার-আমার জীবন জুড়ে কখন সন্ধ্যা নেমে এলো,
হয়ে গেল আধার সব দিকে কালো।
তবুও মুখে বলনি আমি তোমাকে বাসি ভালো।
রচনা :১/১০/১৯ইং
নিজ বাসভবনে।