তুমি হারিয়ে যাওয়ার পূর্বে বলেছিলাম।
আমার নগরী থেকে কখনো যদি হারিয়ে যাও তবে-তখন তোমার হারানো বিজ্ঞপ্তিতে আমি নিজেই প্রচার করে বেড়াব।

হয়তো প্রতিটি অলিতে,গলিতে পোষ্টার গুলো আমায় ডেকে বলবে এ দিকে এসো আমি তো এই দিকেই। কোন এক অজানা প্রান্তরে,যে পথের শেষ নেই হাটতে থাকবো,তোমার সন্ধানে।

হয়তো বা কোন কারণ ছাড়াই অকারণে দৌড়ে চলবো,বাতাসের হিমের মাঝে খুঁজবো,
তোমাকে খুঁজবো আকাশের নীলে,সিন্ধুর জলে। খুঁজবো পৃথিবীর অজস্র ব্যাস্ত মানুষের ভীড়ে।

তোমাকে খুঁজবো পিপিলিকার ঐ চঞ্চল দলের মাঝে। তোমাকে খুঁজবো সকাল দুপুর কিংবা সন্ধ্যা সাজে। পাখির ডানার ছায়া তলে যদি তোমার সন্ধান পাই আমি চিরো উল্লাস করে বুকে জড়িয়ে ধরবো তোমায়।

আমার ব্যস্ত নগরী তার চারিদিকে তোমার পদচারণা,তোমার চরণের ধূলি চিহ্ন, তোমার ছায়া,তোমার মায়া,আজো মিশে আছে,
মিশে আছে তোমার দেহের গঠন এক ছাপ হয়ে যেন খোদাই করা এক রুপকুমারী।

মৃত্তিকার বক্ষ জুড়ে তোমার পায়ের ছাপ,
কিন্তু তুমি কোথায়? কোথায় হারিয়ে গিয়েছো জনবসতির মাঝে, ব্যস্ত পৃথিবীর হাজারো ব্যস্ততার ভীড়ে নিঃসঙ্গ একাকী আমাকে করে।

রচনা : ০২/০৮/২০১৯ইং
নিজ বাসভবনে।