অবনী তুমি ভালো থেকো
যুগে যুগে দেবতার তরে;
ভুলে যেও আমায়
না আসিলে ফিরে।
প্রহর,বর্ষ, যুগ শতাব্দী
বিদায় হে দিস।
আজ একুশ মরেছে,
জন্মেছে বাইশ।
নিপীড়িত মানুষের
জয় হোক আজ
ভুলে যেও দুঃখের
শত ইতিহাস।
ঐ যে বেজেছে সানাই
নতুনের গানে,অবনী!
ভালো থেকো—
প্রতিক্ষণে ক্ষণে।
ক্ষমা করো,মুছে যাক
অতীতের উদ্ভট
নব বৈশাখে রচিও
নিদারুণ সংযোগ ঘাট।
প্রাণে মন মিলেই
শখা তাঁর সনে,
অবনী! ভুলে যেও গ্লানি;
সুখময় নব প্রহর চিনে।
অবনী! অবশেষে
সেই শত্রু কে করে নিও বন্ধু।
সবাই এক হয়ে
দিন শেষে গেয়ে উঠো গান।
সবাই মানুষ মোরা
রক্তের স্বজন।
এসো সবাই হই এক ঝাঁক,
আজ এসেছে তব নব বৈশাখ।
রচনা কাল:৩১/১২/২০২১ইং
নিজ বাসভবনে।