একটি নতুন আকাশ,স্বস্তির বাতাস আর একটি নতুন সূর্য,এ কেমন পৃথিবী আজ অন্য রকম?
আজ নেই রক্তের দাগ,পচা গন্ধ-কিংবা লাশের উপর মাছি উড়াউড়ি। একটি নতুন পৃথিবীর জন্ম হয়েছে,একটি নতুন দেশের জন্ম হয়েছে।
আজ ফুলের মুখে হাসি,পাখির কন্ঠে গান, জুড়িয়ে যায় প্রাণ। একটি বিজয় আমি অনেক ভালোবাসি,একটি বিজয়ে সবার মুখে হাসি।
আজ পৃথিবীটাকে অন্য রকম লাগে,আজকের সকালটা আনন্দেরর-আজকের পৃথিবীটা মুক্তি পাগলের। এ মাসে একটি নতুন অধ্যায়-এ মাসে আমাদের বিজয়। এ মাসে স্বাধীনতার পতাকা আকাশের ঊর্ধ্বে ওড়ে,এ মাস বিজয়ের আনন্দের তরে। একটি বেদনা,একটি কালো ইতিহাস, একটি পঁচাত্তর,একটি নির্মম ইতিহাস রচিত হয়, সব ইতিহাসের সাথে জড়িয়ে আছে এ বিজয়।
এ মহা কালের গৌরব,এ মহা আনন্দের এ বিজয় বঙ্গবন্ধুর স্বপ্নের। এ বিজয় একটি দেশের একটি জাতির,এ বিজয় পৃথিবীর এ বিজয় বঙ্গবন্ধুর আদর্শের। এ বিজয় জীবনের মানে,এ বিজয় কেনা হয়েছে রক্ত দানে,এ বিজয় ছিনিয়ে আনা ইজ্জত ও সম্মানে। এ বিজয় একটি নতুন জাতির আশ,ভুলে গেছি সব দুঃখ-কষ্ট,এখন নতুন দেশে বাস,এ মাস মহান বিজয়ের মাস।

রচনা ০১/১২/২০১৯ইং
শামুক খোলা, লোহাগড়া নড়াইল।