ভোরের পাখি আজো ডাকে
সেই গাছে
তোমাদের জানালার আজো দ্বার আছে।
আছে ক্লান্ত দুপুরে কোকিলের প্রেমের কান্না, স্কুল পালিয়ে জানালায় আর আসা হয় না।
বাড়ির ঐ পুব পাশে,গোলাপের গাছ আছে
ফুলের নেই অভাব কিন্তু তুমি হিনা সব আঁধার।
জীবনের প্রয়োজনে চলে গেছো কোন বনে
রেখে বসত বাড়ি,আমি পড়ে আছি অন্ধ হয়ে বায়তে পারি না জীবনের তরী।
চিঠিটা পড়ে আছে ভাজে ধুলা-বালুর মাঝে, তোমার জন্য যেন করে প্রতীক্ষা,
চিঠিটা পড়ার কেউ নেই, নেই কারো অপেক্ষা।
চিঠিটা পড়ার কেউ নেই,কষ্ট আমার এটাই।
রচনা : ২৩/১০/২০১৯ইং
নিজ বাসভবনে।