আমার দেশে সকাল আসে আযানের সুর শুনে
মিষ্টি সুরে গান গাই পাখি
স্বপ্ন কতো মনে।
সকাল হলে সবার মুখে মানুষ হওয়ার গল্প,
শিক্ষা নিয়ে হবো বড় সত্য কথা বলবো।
আমার দেশে পাখির ডাকে নিত্য জাগে আশা
মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে
বাধি বুকে আশা।
নিত্য নতুন স্বপ্ন দেখি,দেখি মানুষ হওয়ার আশা,জানি রাত কেটে এক সকাল হবে তাইতো লক্ষের নদে হলো ভাসা।
রচনা : ২৬/১০/১৯ইং
স্থান : ডাঙ্গাপাড়া, মহম্মদপুর মাগুরা।