বলো চুপি স্বরে;
আজ ক্লান্ত নিঃশ্বাস ক্ষয়ে ক্ষয়ে দীর্ঘশ্বাস করে।
বৃথা এ জীবন সবি যে স্বপন মায়ার এ সংসারে
আজ আলোরা অন্ধ আমার এই শহরে।

অসহায় বালিকারা কেঁদে ফেরে ঘরে
নিঃসঙ্গ দেবতা ভুগছে জ্বরে,
সুখের চাহনি নিয়ে চক্ষু মেলে বধির,
করুন চিৎকার ধর্ষিতার পৃথিবী নিরব গভীর।

কাহারো দ্বারে অন্ন অনাহারে মিলে না আহার্য
হে প্রভু এটা কি তোমার পৃথিবীর সৌন্দর্য?

ক্লান্ত জীবন শেষ সময়ে সুচনার চিঠি,
আলোরা অন্ধ আকাশ নিচে উপরে মাটি।
কেউ শোনে না কেউ জানে না তবু এক আর্তনাদ
এসে আমার বুকে আঘাত করে,
আজো আলোরা অন্ধ আমার শহরে।

আজ চুপি স্বরে বলি;
আমি কি একাই আছি আলোর চোখ লাগিয়ে,
দিবো আপন কে বলি।

০৪/০৩/২০২০ইং