পাখির ডাকে ঘুম ভাঙ্গে মোর,
জাগি সকাল বেলা
বাগ-বাগিচা রেখে যায় ফেলে,
জলে ভাষায় ভেলা।

পদ্ম দীঘির শাপলা তুলি,
নদী থেকে মাছ
পাখির ডানায় মুক্তি আকা,
পানির বুকে হাস।

বলদ দুটির জোয়াল কাধে
চাষে সারা দিন,
মাঝির সুরে তাল মিলিয়ে
দিন কাটে রঙ্গিন।

সবুজ মাঠের মধ্য দিয়ে
সরু মেঠো পথ
নীলাকাশের ছায়া পথে যেন রঙ্গিন রথ।

ঘুম ভাঙ্গানো ভোরের পাখি
করে ডাকাডাকি
বাংলা আমার রুপের নগর,
মুগ্ধ হলো আখি।

ছোট ছোট ঘর বাঁধা এই
আমার সোনার গায়ে
মুগ্ধ হবে তুমি ভাই এসো লোকালয়ে।

পাখির ডাকে,হিম বায়ুতে
নিত্য সকাল হয়,
সবার সেরা বাংলা আমার
রুপের হয়নি ক্ষয়।

রচনা : ১৮/০৭/২০১৯ইং
নিজ বাসভবনে।