আমিও শত শতাব্দীর মহা পুরুষদের মতো
তোমাকেই চেয়েছি লক্ষাধিক প্রার্থীর মাঝে।
তোমাকে পেতে কত মসজিদ-মন্দির গির্জা
আর উপাসনালয়ে দিয়েছি সময় কাজে।

আমি বড় বড় পদগুলো চাইনি,‌
শুধু একবার বলেছি আমাকে তোমার করে নাও
নতুবা তোমাকে আমার হতে দাও।
আমি তো ছোট এক কর্মী,
তবে তোমাকে চাওয়া ছিল ভিন্ন ধর্মী

এক বুক আশা নিয়ে ঈশ্বর বল,দেবতা কিংবা আল্লাহ
আমি বার কয়েক গিয়েছি তাঁর দরবারে।
কিন্তু নিয়ম- নিয়তি আমাকে ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে
আমি নাকি বেমানান সবার মতে।

আমি হাজার বছর ধরে বেঁচে কিংবা মরে
মিছিলের প্রথম সারিতে গেয়েছি শ্লোগান।
পোস্টার, ব্যানার ফেস্টুন আর তোমার প্রতিক
নিয়ে আমি ম্রিয়মাণ।

জোরে আরো অনেক জোরে মাইক অ্যালাউন্স করে
চেয়েছি তোমার দক্ষ হাতের দামি ভোট।
অথচ সুবর্ণা ছিলনা জানা করবে তুমি অবরোধ।

আমি দুর্বল নেতা, কবিতার ভাষা আর মিছিল ছাড়া
নাই আমার কোন সারথী। বুঝে নিও প্রেমী;
আমি শত শতাব্দীর মহা পুরুষদের মতো
ছিলাম তোমার প্রার্থী।

২২/০৩/২০২২ইং
মানিকগঞ্জ, লোহাগড়া নড়াইল।