বালক তাকে তো আর চার দেওয়ালের মধ্যে মানায় না। সে থাকবে পাখির মতো চঞ্চল।
ভেঙে দিবে ইটের কিট,নিষিদ্ধ শহরের গলিপথ। প্রশস্ত নদের বুকে ভেসে বেড়াবে অনন্ত কাল।
সে চিরো সবুজের বুকে একে দিবে এক ছাপ,
যা তার স্বপ্নময় স্মৃতির ক্যানভাস।
তার দুষ্টু বালিকার হাতে হাত রেখে পাড়ি দিবে অনন্ত সুখের সিন্ধু সভ্যতা।
কখনো আসবে না দুঃখের বিন্দু হীনতা।।
বালক তাকে চিনবে গ্রাম, নগর, গলিপথের ফেরিওয়ালা। তাকে চিনবে ইট পাথর,চিনবে শহরের পাতি কাকের ঝাক।
তার শরীরে একে দিবে পৃথিবী এক দাগ।

           (সমাপ্ত)

রচনা :০৬/১১/২০১৯ইং
শামুক খোলা, লোহাগড়া নড়াইল।