এই গল্প হারিয়ে যায় রাতের আঁধারে,
মুহুর্তের ভিতরে। হারিয়ে যায় অতল,
অসীম সিন্ধু নীরে, রয়ে যায় জীবনের এক ব্যর্থতা - হে অপরাজিতা,এই গল্পের সুচনা হয় নব যুগের অগ্নি পুত্রের হাত ধরে।
অসহায় মায়ের, বোনের কিংবা ভাইয়ের পক্ষে কলম ধরা নিষিদ্ধ। আমার শহরে নিষিদ্ধ হয়েছে সত্য গল্প বলা নিষিদ্ধ হয়েছে সত্যের পথে চলা।
আমার শহরে রাত কে বলি দিন, চাঁদ কে বলি সূর্য আমার শহরে সত্যের নেই কোন আহার্য।
আমার শহরে ধর্ষণ, চুরি, ডাকতি, হত্যা, যৌনতার অনেক প্রভাব, আমার শহরে সত্য গল্প হারিয়ে যায়, জন্মে মিথ্যা - সত্যবাদীর হয় অভাব।
আমার শহরে যে গল্প বলা নিষিদ্ধ তাহা দেখে আমি বাকরুদ্ধ।
রচনা :৭/১০/১৯ইং
নিজ বাসভবনে।