কত অব্যক্ত বাক্য অ-পঠিত রয়ে গেছে
নিদারুণ চাপা যন্ত্রণা বুকে নিয়ে;
এক স্বপ্নচারীনি তুমি লিখেছি অবনীর পথে গিয়ে।

একটি দেশলাই কাঠি হবে?
পুড়িয়ে দেওয়া যায় নিভৃতে অজানায় লুকিয়ে রাখা অগ্নিমশাল?
না হয় এক সমুদ্র জল।

সৃষ্টির গানে সুর শ্রোষ্ঠায় জানে;
কত কাল কালান্তর বুকে লেখেছি
সুবর্ণা নাম রক্তদানে মনে।

যা বিশ্বাস,তা নিশ্বাস।
কেউ বলেছিল নিভৃতে ভালোবেসে যাও
তাকে পাওয়ার মোনাজাত হোক প্রতিটি,
কল্পনার জগতে প্রেমির নাম
কবিতার সেই মেয়েটি।

রচনা:২৩/০১/২০২২ইং
চালনা।