জন্ম সূচনায় এসেছি বসুধায়
হয়ে নিষ্পাপ তবে আনাচে, কানাচে রাস্তায়
বস্তিতে কেটেছে চিনি না মাকে,কে আমার বাপ?
ক্ষুধার জ্বালায় দ্বারে দ্বারে মোর হস্ত দুটি তুলে
চেয়েছি অন্ন পাইনি তাও,তা যায় নি আজও ভুলে।
রাত্র সময় থেকেছি ঘুমায় পথ কুকুরের ধারে,
ধুলায় লুটি রাত্র আধার যায় ক্ষুধায় যেন মরে।
সকাল হলে কতজনার দিয়েছি করে কর্ম
তবুও তারা পুড়িয়েছে মোরে,কেউ বুঝেনি মর্ম।
বিচিত্র এ জীবন খানি বিধির অভিশাপ
গড়েছে সমাজ এমন আমায় জানি না
কোন সে পাপ।
একটি সময় পেটের ক্ষুধায় করলাম প্রতিবাদ,
তাইতো আমি এই সমাজে মহা জঙ্গিবাদ।।
(সমাপ্ত)
২৩/০২/২০১৯ইং