সেদিন হঠাৎ সকালবেলা
শহরতলী যেয়ে আজগুবি সব কান্ড দেখি করছে শত মেয়ে।
হাট বাজার করছে তারাই
তারাই চালাই গাড়ি, একই মুখে করছে বচন সবই মোরা পারি।
আগেকার সে বন্ধি জীবন
বহু বছর শেষে নারী নাকি মুক্তি নিছে যুগের সাথে মিশে?
নারী জাতির বচনভঙ্গি বাক্য স্বাধীনতা রিকশা চালায় রাস্তাঘাটে; সাম্যই সমতা।
পোশাক স্বাধীন বৈষম্য নয় আজব রাষ্ট্রের খেল-
চুপ রও মিয়া বললে কথা হবে তোমার জেল।
নারীবাদী সবাই বলছে পীড়নের প্রতিশোধ!
বিরোধ কর? হবে তবে তোমার অবরোধ।
নারী-পুরুষ সমান সমান তব বাড়ছে সমকামী,
পুরুষ পুরুষ বিয়ে হচ্ছে
নারী নারীর স্বামী।
আজগুবি সব ভীষণভাবে ঘটছে ইতিহাস
পুরুষ বিহীন নারী আবার নারী বিহীন পুরুষ করছে বসবাস।
সাম্যবাদীর আজব দেশে কে পুরুষ কে নারী?
অতি সহজ মানুষ আমি চিনতে নাহি পারি।
কে বাঁধে কার ইচ্ছে ডানা
কেউ শোনে না কারো মানা।
আজব রাষ্ট্র এই! তাইতো কবি বলেছিলেন যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।।