পৃথিবীর নিকটবর্তী একটি তাঁরা আমাকে বলেছিল কাউকে ভালোবাসো?
আমি ক্রন্দিত অশ্রু গড়িয়ে দিয়ে বলেছি কতকাল হয়না দেখা তাঁর আমার,
যেন গাঙ চিল সোনালী ডানায় উড়েছে নিঃসঙ্গতার।

আমি পৃথিবীর হাজার শতাব্দী পরে
একটি গানের কলি লিখেছি তা-ও আজ নিঝুম,
পৃথিবীর পথে মালয় সাগর ও যেন ঘুম।

সামুদ্রিক জয় যাত্রায় বেঁচে থাকার তাগিদে সচল করেছি আর বলেছি ভালোবাসি আলো,
তবুও আমায় মিথ্যা বলে করেছে কালো।

আমি হাজার বছর পরে খুঁজে পেয়ে তোমাকে,তবুও যেন হারিয়েছি আরব সাগর কিংবা মরুভূমির দ্বীপে।

এই তো তাঁরা জানান দেয়,কি ভালোবাসো?
নিত্য কথা হয় তবু দুরে ভাসো? কেন দুরে বসে হাসো?

২৫/০৫/২০২২