ভালো থেকো প্রেয়সী আমার এই বাসরে,
ভালো থেকো প্রেয়সী পরকাল হাশরে।
ভালো থেকো প্রেয়সী ফুল হয়ে বাগানে,
ভালো থেকো প্রেয়সী পাতাল আর গগনে।
হেমন্তের দিনে এসো তুমি জানালায়,
ভালো থেকো প্রেয়সী ষড়ঋতুর এলাকায়।
ভালো থেকো প্রেয়সী প্রেমময়ী গানে,
ভালো থেকো প্রেয়সী ভালোবাসা দানে।
ভালো থেকো প্রেয়সী ভালো থেকো রোজ
ভালো থেকো প্রেয়সী নিও মোর খোঁজ।
ভালো থেকো প্রেয়সী বহুকাল ধরে
ভালো থেকো প্রেয়সী প্রেমোসংসারে।
ভালো থেকো প্রেয়সী গ্রীষ্মের দিনে
ভালো থেকো প্রেয়সী বর্ষার গানে
শরতের কাশফুল মনে রেখো রোজ
হেমন্তের দিনে নিও খুব বেশি খোঁজ।
ভালো থেকো প্রেয়সী শীতের ওই সকালে
ভালো থেকো প্রেয়সী বসন্তের আড়ালে।
ভালো থেকো প্রেয়সী আমার এই বাসরে
এলে হেমন্ত, ফুল দিও আমার এই আসরে।
ভালো থেকো হেমন্ত, ভালো থেকো প্রেয়সী
ভালো থেকো হেমন্ত, খুব বেশি ভালোবাসি।
২১/১১/২০২৪ইং