এ জীবন মৃত্যুর দুয়ারে আজ করে হাহাকার, জীবনের রুপ, রস হারিয়ে গেছে নেমেছে চিরো আঁধার।
ছিলো সম্মুখে আয়নার মতো যত ছবি
আজ ঘন কুয়াশায় তা দেখিতে পারে না কবি।
দেখিলাম আমি আজ অলি গলি ঘুরে
অসুস্থ মানবতা-অসুস্থ পৃথিবীর তরে।
খোদার যন্ত্রণায় মৃত্যু কামনায় প্রভুর দ্বারে কত হস্ত তোলা,
পৃথিবীর এই সব চিত্র কি কভু যাবে ভোলা?
মৃত্যু মিছিলের যাত্রীগুলো পৃথিবীর বিরুদ্ধে আজ গড়ে তুলেছে আন্দোলন
একটি স্লোগানে চলে তারা,
বেঁচে থাকুক মানবতা অসুস্থ পৃথিবীর আজ হোক মরণ।
এ মিছিল চলছে অনবরত,
হাজার বছর ধরে অসুস্থ পৃথিবী সুস্থ হবে কি জীবন যদি মরে?
যদি জীবন উৎসর্গ করে দিলে সুখ দিতে প্রভু—
জানি তব এই মহামারী হতো না কভু।
যত দোষ সবি কি করেছে গরীব,
কিংবা মধ্যবিত্ত–
তাই তো দাও নরকের যন্ত্রণা আমায় নিত্য।
হে প্রভু তোমার ধনীরা আজ পারে বটে গরীবের সাথে লড়তে, পারে আজ অনাহারীর পেটে লাথি মারতে।
আজ অসুস্থ পৃথিবীর মরণ দাও—
একটি সুন্দর,মসৃণ নব পৃথিবীর জন্ম দাও।
আর না হয় অসুস্থ মানবতা পুড়িয়ে দাও,
তা না হলেও আমায় নিয়ে যাও।
অসুস্থ পৃথিবী কে সুস্থ করে মানবতার মুক্তি দাও।
(সমাপ্ত)
রচনা কাল: ২০/০৪/২০২০ইং
নিজ বাসভবনে।