এদেহ প্রাণ নিয়ে করিতেছে খেলা প্রাণ ও দেহ কে করে অবহেলা। আত্নার বাঁধন ছিন্ন করে হিয়ার সাথে বিরোধ করে যেতে চাই জীবন অচিন পুরে।

অচিন পুরের রাজ্যে যেয়ে জীবন করবে বাস নিজের দেহ ফেলে দিবে বলবে তখন লাশ। সন্ধা তারার ঝিকিমিকি হাত ছানিতে ডাকে,এদেহ কে ফেলে যাবে কোন সে ঘাটের বাঁকে।

জীবন নামের বন্ধু আমার দেহে করে বাস জীবন যেদিন বিদায় নিবে দেহ হবে লাশ।

আপন আমি মানি যারে সেতো নয় আমার চলে যাবে আমায় ছেড়ে,আসবে না তো আর।

তাই আপন থেকেই স্ববিরোধী আমি ডাকছে আমার প্রতিপালক ডাকছে অন্তর্যামী।

০২/০৪/২০১৯