যাদেরকে আমি খুব বিশ্রী
ভাবে ঠকিয়েছি, তাঁরা অনেক
ভালো থাকুক।
আমাকে যারা বিশ্রী ভাবে
ঠকিয়েছে,
আমি তাঁদের জন্যও দোয়া করি।
আর অন্য কারো থেকে
বিশ্রী ভাবে ঠকে যাওয়া
একজনকে আমি অসম্ভব ভালোবাসি।
আমি এই ভালোবাসার
নাম দিয়েছি নিরীহ প্রেম।
নষ্টের দখলে থাকা চিঠি হীন
এক নিরঙ্কুশ যোগাযোগ।
সে কি নির্মমতা?
কি যে আঘাত স্নেহ আর ঘৃনা।
আমি ভালোবাসি কলঙ্ক বয়ে
বেড়ানো অভাগী গৃহ ত্যাগী
এক পবিত্র আত্মা কে।
এই ভালোবাসা তাঁর প্রাপ্য
অধিকার। এই ভালোবাসায়
বেঁচে থাকে চিরদিনের সংসার।
ঠকে যাওয়া মানুষেরা জানে
আঘাত কতটা হৃদয় ভাঙ্গে।
ঠকাতে ঠকাতে আমি ও বুঝেছি
কলঙ্ক বয়ে বেড়ানোর মতো
সৌভাগ্য শুধু নারীর !
পুরুষ আজীবন শুদ্ধতায় বাঁচে,
কলঙ্ক যেনো কখনও তাঁকে ছুঁতে পারে না।
কলঙ্ক! এই কলঙ্ক যুক্ত করেছি
যাদের নামের পাশে আমরা পুরুষ;
তাই ভালোবাসে ঠকে যাওয়া
কারো কাছে করেছি আপোষ।