অবশেষে তুমি এসে
সবি নিয়ে গেলে,
গড়ে ছিলাম যাহা
করে তিলে তিলে।

সবি শেষে তুমি,
কেড়ে নিলে ভূমি,
যা ছিলো সঞ্চায়,
করিলে ভূমি হিন,
দিলে না আশ্রায়।

আমি এখন সর্ব শান্ত,
গায় মধুমতির গান,
নির্বিশেষে পথিক করিলে
হে নদী ভাঙ্গন।

শুনেছি কতো,
এ পার ভাঙ্গো তুমি,
রচো যে ঐ পার,
তবে কেন নিঃশ্ব করিলে সকল,
করে হাহাকার?

বিধির আদেশ মেনে
সবি তো জেনে শুনে,
আঘাত হানিলে তুমি,
খুশি হলে শেষে নিয়ে এই ভূমি।

এখন আমার বসত
এই বিশ্ব নিখিল,
নদী ভাঙ্গন নিয়ে গেলে সব,
কাঁদে তাই দিল।

রচনা: ডাঙ্গাপাড়া, মহম্মদপুর মাগুরা
১৭/০৯/২০১৮