মানবের এই বুঝি হলো সমাধি,
মানুষ রুপি পশু আছে শুনি মানবতাবাদী।
ধর্মের লেবাসে করে বাহানা
ধর্মকে অপমান হাইরে কানা।
ধর্ম, ধর্ম করে গলা ফাটিয়ে
ধর্মের কর্মে পালায় লেজ গুটিয়ে।
হাইরে জ্ঞানী তুমি আজ অপমান,
মূর্খের রাজ্যে সবাই সোমন।
ধর্ম নিয়ে করো না খেলা,
উহুদের মতো আসিবে জ্বালা।
হে মুসলিম তোমার জাতি কে আজ হতে হচ্ছে নির্যাতিত, হয়েছ জঘন্য।
আজ নেই কি সেই উহুদের মতো
তিনশত তের জন শূন্য।
রচনা : ১৭/০৯/২০১৯ইং
নিজ বাসভবনে।