পৃথিবীর সব মানুষেরা চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়
নিদ্রার ঘোরে।
আর আমিই জেগে থেকে ভাবি শুধু তোরে।
একটা সময় তাঁরা গুলো ও লুকিয়ে যায়
কালো মেঘের আড়ালে, অচেনা বহুপ্রতীক্ষিত
পথ হেঁটেও তোকে পাইনি হাত বাড়ালে।

সোনালী অতীত, রুপালি রাত্রিরা ও যেন
চিরকাল এক অবিস্মরণীয় প্রেম খোঁজে কিন্তু না,
কখনোই না কেউ আমার চোখের রহস্য বোঝে।
পৃথিবীর কত শত গল্প লেখা হয় কত কাব্য হারিয়ে যায় নিভৃতে, একদিন এই মাঠ, সমুদ্র প্রেম দিবে স্মৃতিতে।

সবুজ শস্যদানা, শহরতলী নয় এমন স্মৃতির এই স্থানে মেঠোপথ চলে গেছে উদ্যাণে। কত শতাব্দী,কত কাল একটি কবিতা সংরক্ষিত হবে বলে, আমার এই একাকিত্বের পিছুটান ক্ষণিকের কথা বলে।

পৃথিবীর সব মানুষেরা নিশ্চুপ হয়ে চিরদিনের
মতো আপন কর্মে হাকে।
এই সব রাত্রিময় জীবন যাপন বালকের কষ্ট কী বালিকারা দেখে?

রচনা: কলকাতা,ভারত
তাং:০৮/১০/২০২১