একটি গল্প লেখা হবে সেই গল্পের মূল চরিত্রে থাকবে তুমি! সেই গল্পে থাকবে পৃথিবীর অবহেলিত মানুষের কথা।
থাকবে চোখের স্বপ্নের ব্যর্থতার কথা।
গভীর রাতে জেগে থাকা সেই পাগল ছেলেটির কথা। অনুভূতি তোমাকে নিয়ে জীবনের প্রতিটি পাতা। এই গল্পে থাকবে পৃথিবীর সকল ব্যর্থ প্রেমিক/প্রেমিকার কাহিনী।
থাকবে নিপীড়িত মানুষের কথা।
এই গল্প হবে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প
যে গল্পের নায়িকা তুমি নিজে। পৃথিবীর বক্ষ চিরে আঁধার কে আলো করে স্বপ্নের সাগরে ডুবে যেতে নেই যে মানা।
এই গল্পের মূল চরিত্রে তোমাকে হবে আনা। গল্পটা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত,পীড়িত অসহায় এক দল মানুষকে উৎসর্গ করা হবে।
এই স্বার্থপর সমাজে গল্পটা সত্য হবে।
এই গল্পের লেখক হয়ে আলোকিত বাণী অঝর বৃষ্টির ছন্দে গেয়ে যাবো।
প্রেয়সী এই গল্পের নাম দিবো।।

রচনা : ২০/১০/১৯ইং
ডাঙ্গাপাড়া, মহম্মদপুর মাগুরা।।