আমাদের বিজয় দিবস
এ এক রক্তের ইতিহাস।
রক্ত দিয়ে কেনা,আমরা
শহীদের কাছে রয়েছি দেনা।

ভালোবাসি বাংলাদেশ,
বাংলার ইতিহাস।
ভালোবাসি শহীদের আত্মা
আর স্মৃতি।

আমাদের বিজয় দিবস
আমাদের গর্বের ইতিহাস
আমরা ভালোবাসি বাংলাদেশ
বাংলা মায়ের কোল।

আমরা গর্বিত আমাদের
আছে এক দেশ, মানচিত্র
গর্বের কারণ, ভালোবাসি দেশ
দেশকে ভালো না বাসা বারণ।