আমাদের সৃষ্টি করা হয়েছে মৃত্যুর জন্য
জানে শ্রোষ্ঠার সকাল।
আমাদের ভাগ্য সৃষ্টি স্বস্তির জন্য;
সৃষ্টি এহ্কাল।

আমাদের মৃত্যু হবে পুঃজন্মের।
আগন্তুক এই বিষন্ন জীবন রণের।

আমাদের জন্ম হয়েছে মৃত্যুর কারণে‌।
জীবন মরে যায় বেঁচে থাকার স্বরণে।

আমাকেও সৃষ্টি করার হাজার বছর পূর্বে
হত্যা করা হয়েছিল;
আর মৃত্যুর আগে কখনো জন্মিনি।

আমাকে হত্যা করা হয়েছিল রাগে,
ক্ষোভে,অভিমানে আর ক্রোধে।
আমি জন্মেছি তাই মিলনের অপরাধে।

আমাকে সৃষ্টির শত শতাব্দী আগে,
হত্যা করা হয়েছে ভোগে আর ত্যাগে।

আমাদের আমাকে সৃষ্টি করা হয়
মৃত্যুর জন্য বটে।
আমাদের মৃত্যু জন্মের ঘাটে।

জন্ম সৃষ্টির লক্ষ্যে—
সৃষ্টি তবুও ধংসের পক্ষে।
সত্যের পথে ডাকে ঈশ্বর আমাদের আমাকে।

(সমাপ্ত)
রচনা:পশ্চিম বঙ্গ ভারত।
তারিখ:২৬/০১/২০২২ইং