শতাব্দীর শুরুতে কোন এক বিশেষ দিনের পর,
আমাদের দেখা হয়নি আর।
দেখা হয়নি শৈশবের দিনগুলি ফুরালে,
চোখে চোখ রেখে কথা হয়নি মেঠোপথে বিকালে।

কানে কানে ফিসফিস যেন আনমনা
ভালোবাসা, নিঃশ্বাস সে যে সুবর্ণা।
মাইল ফলক ফেলে হেঁটে যাওয়া শুধু দেখিবার তরে,
যেন সমুদ্রের ঢেউ মনের ঘরে।

সেই গল্প শুধু কল্পনা,আজ চোখে ভাসে
হৃদয়ের আকাশ; সুবর্ণা নাম মুছে যাওয়া
বালু চরে আটকে আছে ঘাস।
শৈশব, দুরন্ত স্বপ্নচারী চোখে শত আশা
কিশোরী মেয়ে এক স্মৃতিতে অম্লান, গত ভালোবাসা।

এখন শুধুই মনে পড়ে পাহাড়ি ফুলের সুবাস
বলা হয়নি একটি কথা আজো,
এ হৃদয়ে তোমার বসবাস।
সন্ধ্যা নামে আজে তাঁরা গুলো ঝিলমিল,
কালো মেঘ ডেকে দেয় আলো আসা মুস্কিল।

ল্যাম্পপোস্ট নিবে যাবে
ঝরবে শিশিরের বিন্দু,কথাগুলো আটক রবে,
বলা হয়নি তা কিন্তু। শত বছরের লুকানো কথা
লবনাক্ত জলের মতো ঝরায়ে যায় ঝর্ণা,
একটি তাঁরা লুকিয়ে বলে; আজো ভালোবাসি সুবর্ণা।

রচনা:০৯/০৯/২০২১ইং
কলকাতা,ভারত।