আশ্বিনের আকাশের দিকে
তাকিয়ে মুচকি হেসে একবার
মিথ্যে করে হলেও বলো;ভালোবাসি, মিথ্যে করে হলেও দিও হাঁসি।
যদি এই বলা নিছক অযৌক্তিক
মনে হয়, তবুও এই মিশ্রণটি মুখে রেখো। বেঁচে থাকার কত আনন্দ
আমার ভেতর দেখো।
কার্তি'কে নবান্নের ঘ্রাণ মাখা
আনন্দখনে তুমি একটা মিথ্যে
বলো ভালোবাসি, ভালোবাসি।
যদি অযথা অকারণ প্রেমে ঘৃণা আসে, কিংবা কোনো কারণে।
আমি অপেক্ষায় অপ্রয়োজনে
সর্বদাই তোমার ঘৃণা সইব।
পৌষের শেষ বেলা চোখে চোখে
করো খেলা,না না মাঘ মোর শেষ বেলা। এই মাঘে যায় চলে? আশ্বিনের কোন কালে?
মিথ্যা আর হবে না বলা,
হবে কি বলা?
তুমি মধু মিশ্রিত মিথ্যে করে
হলেও বলো ভালোবাসি,
দেখো আমি অনুরাগী,
হে বৈশাখী, শ্রাবনী কিংবা মাঘী।
রচনা কাল:২৮/১১/২০২৪ইং
পান্থপথ, ধানমন্ডি ঢাকা।