তিমির রাত্রী কেটে
এলো নব ভোর,
সূচনা করেছি শান্তির
নব জীবন মোর।
নব লগ্নে উঠে উজ্বল রবি,
চলেছি নতুন পথে,
একেছি নতুন ছবি।
পথের মাঝ ধরে,
আপন ছায়া পিছু করে
বুঝেছি তব প্রাণের সাধ,
সঙ্গে তুমি লও গো মোরে
কাঁধে বেধে কাঁধ।
ওহে শান্তির লগ্ন
মানুষের হও আপন,
হে শান্তি,
তোমারি মাঝে করেছি
সূচনা আমারি জীবন।
কি সুরে গান করিবে প্রাণ,
খুঁজে নাহি পাই সে সুর,
হৃদের বেদনা বিদায়ে বহুদুর।
মলিন মুখ খানি উজ্বল করে আজ,
নব জীবন পেয়েছি ফিরে
গড়ব সুখের সমাজ।
বিধুর,সুখ শান্তিহীন
জীবন নয় আমার,
সুখের মাঝে নিজে কে রচে
সঙ্গে থেকে সবার।
আমি সবার আপন,
সুচনা করেছি আজ নব জীবন।।
২৫/১১/২০১৮