মরে গেছে রোদ্দুর চোট লেগে মেঘে
কালো ছায়া যেন আসছে জোর বেগে।
পাহাড়ি ফসল আর ছোট্ট তৃণ-ঘাস
করেছে আমাদের গুরু উপহাস।

পান্থায় নুন নাই মরিচের দাবি
দুধ হলে হতো ভালো,
ঘি দিয়ে কি খাবি?
মাঠ ঘাটে ধান নাই মাচা আছে খালি
মনে হয় ভালো হতো নলা মাছ হলি।

এতো সব চিন্তা বোকা মাথায় তবে
ধুলোর ধরনীতে কেন'ই ঈশ্বর আশা এতো দেবে?
মরে গেছে রোদ্দুর বেঁচে থেকো ছায়া,
ধুলো বালি- ছাইয়ে মিশে গেছে কায়া।

ধরনী দুয়োর খোলে সূর্য হাসে
বিচিত্র তারক চান্দের পাশে।
তখনই সবাই যারা গরীব নয়
শুধু হাসে আর হাসে।
রোদ্দুর নয়;ওই গরীব মরে হাহাকারে।

দুবেলা দুমুঠো ভাত এ ধরায় জুটেছে
যার তীব্র অহংকার তার!
ভাবে ধুলোর ধরনীতে
সে সম বিধাতর।
তাই দাঁড়াই না কারো পাশে
মরে না রোদ্দুর!মরে অভাবী,
দেখে সব হাসে।

রচনা:১০/০৯/২০২১ইং
কলকাতা, ভারত।