মোল্যা বাড়ী পাখির বাসা
বরই গাছের ডালে,
সকাল হলে কিচিরমিচির
নাচে তালে তালে।
শালিক, টিয়ে, ময়না ঘুঘু
গায় যে বেজায় গান,
মোল্যা বাড়ির ছোট বউ
পাতে ধরার ফান।
মোল্যা এসে সকালবেলা
লাগায় ঘরে তালা।
মোল্যা বাড়ি পাখির বাসা
করে ভীষণ জ্বালা।
মোল্যা যাবে গ্রাম ছেড়ে
পাখির কলোরবে,
পাখির নামে বিচার দিবে
করবে বিচার সবে।
১২/১২/২০২৩