হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম বাবা,
যার হারিয়ে গেছে সে কি কখনো ফিরে পাবা?
সন্তানকে লালন পালন করতে
নিজেকে করেছে বলিদান,
তিনি আমাদের পিতা, তিনিই মহান।
নিজেকে তিনি নরকে রেখে
স্বর্গ করেছে দান,
মনুষ্যত্বের গান গেয়ে হয়েছে দীপ্তিমান।
নিজের অন্ন নিজের বস্ত্র
কে রাখে তাহার খোঁজ?
সন্তানের তরে সবার পিতা
খাদ্য দিয়েছে রোজ।
পিঠে, ঘাড়ে আর মস্তকে বোঝা
ভেঙেছে হাড় তবু মেরুদন্ড সোজা,
না খেয়ে তিনি থেকেছেন রোজা।
খাবার তুলে দিয়েছেন সন্তানের মুখে।
দুহাত তুলে খোদার দ্বারে মোনাজাত রাত্রভরে, সন্তান যেন মোর থাকে সুখে।
হারিয়ে যাওয়া নক্ষত্র
সেই দূর আকাশে রয়,
ভালো থাকুক সকল বাবা
প্রার্থনাই বলি তাই।
বাবা তোমার স্মৃতি বিশ্বব্যাপী সর্বত্র
যার হারিয়ে গেছে
তার হারিয়ে যাওয়া নক্ষত্র।
০৫/১২/২০২৩