এখন কবিতা নামের সুন্দরী বালিকার
সাথে আর দেখা হয়না,
দেখা হয় না তার মায়াবী মুখ খানা
কিংবা কাজল কালো চোখ,
বেণী করা চুল,গোলাপী ঠোট দুটি।
শরৎ এর সন্ধা নামে নদীর কিনারা ঘেঁষে,অনন্তকাল,
অবিরত যায় আমি ভেসে,
তবু পাই না দেখা তোমার দেশে।
অতন্দ্র আখি নির্ঘুম রাত কেটে যায়,
আমার প্রতিটি সত্তা জুড়ে তোমাকে মেশায়।
জানি না কখন সকালের শুরু হয়,
কখন সোনালী সূর্য জাগে-
আমি জানি শুধু কবিতা নামের সুন্দরীর রুপ,তাই তাকে খুঁজি রাগে অনুরাগে।
কবিতা সে আমার বেঁচে থাকার নিঃশ্বাস,
বাংলার কবিতা তুমি মোর বিশ্বাস।
রচনা : ০১/০৯/২০১৯ইং
নিজ বাসভবনে।