জীবন হঠাৎ থমকে দাঁড়ায়
অসুস্থ এই মন,
আপন মানুষ যতোই খুঁজি
নাইরে কেউ আপন।

ব্যস্ত শহর, ব্যস্ত নগর
ব্যস্ত মানুষ সব
সবাই বাঁচে সবার মতো
বাঁচাও হে মোর রব।

জীবন হঠাৎ থমকে দাঁড়ায়
মৃত্যুর খুব কাছে,
মৃত্যুর মতো সত্য অধিক
আর কিইবা আছে?

এইতো জীবন চলছে যেমন
জীবনের নিয়মে, হঠাৎ যদি
চলে যায় ক্ষমা করো স্বজনে।